শক্তিমান

শক্তিমানের প্রতিটি সংখ্যার প্রচ্ছদ এবং প্রথম পৃষ্ঠা









































আপাতত এই ২৩টি সংখ্যা পাওয়া গেছে ।

সংগ্রাহক ও INDEXER: শুভময় কুন্ডু

বিশেষ তথ্য:
গল্প- গালিব অসদ ভোপালি ও ব্রজমোহন পান্ডে

শিল্পী- আদিল খান, রশিদ খান

ক্যালিগ্রাফি- চন্দ্রাবতী, অরবিন্দ মল্লিক(সন্দীপ আর্টস)

অনুবাদ- সহেলি দে, রাজা, পার্থপ্রতিম বিশ্বাস, সমীর দে, সন্দীপ আর্টস ।  

প্রচ্ছদ শিল্পী- আদিল খান, গিটটু।  প্রথম ৪টি সংখ্যায় শক্তিমান সিরিয়াল এর কিছু ছবি প্রচ্ছদে ব্যবহৃত হয়েছে। পরের প্রচ্ছদগুলিতে সেটির ব্যবহার নেই।

কমিক্সের শেষ অবধি বোঝা যাচ্ছে যে শক্তিমানের বাবা রঞ্জিত সিং এর অংশ পর্যন্ত দেখানো হয়েছে। 

Update: শক্তিমানের প্রথম প্রকাশ সম্ভবত জুলাই ১৯৯৮(১৪০৫ শুকতারার বিজ্ঞাপনে দেখা গেছে)। ডায়মন্ড কমিক্স বাদে রাজ কমিক্স সীমিত কয়েকটি সংখ্যা বার করেছিল। কয়েকটি হিন্দি সংখ্যার ছবি দিলাম...




Update 02:এছাড়া ডায়মন্ড কমিক্সের সংখ্যা ১৯ শেষের দিকে দেখা যায় গীতার ভাই আপ্পুকে কাঁকড়া মানবের বিরুদ্ধে লড়তে... এই অংশটি কিন্তু শক্তিমান টিভি সিরিয়ালে নেই... গীতা ক্যারাটের পোশাক পরে বাচ্চাদের ট্রেনিং দিচ্ছিল এখানে সেসব ছিল না...অর্থাৎ মূল এপিসোড থেকে কিছুটা ধাঁচ পাল্টে এখানে করা. শক্তিমান ২১ এর splash page ও একইরকম, ঐরকম ঘটনা সিরিয়ালে নেই. splash page এর জন্য এরকম করা যায় মেনে নিলেও শক্তিমান ১৯ এর ঐ অংশটি কিন্তু বেশ আলাদা। 

হিন্দি কমিক্সের ছবিগুলি দিয়েছেন সংগ্রাহক- Adarsh Rana. 

3 comments:

  1. এর পরে তো প্রচুর এপিসোড ছিল মূল সিরিয়ালে।এখানে আর প্রকাশিত হয়নি আর।

    ReplyDelete
  2. Bangla te ei 23 tar besi ami dekhini ekhono obdi

    ReplyDelete
  3. প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই মন্তব্যের জন্য। আসলে আমার কাছে প্রথম ১৩টি সংখ্যা ছিল। কিন্তু বাড়ি বদলানোর সময় সমস্ত বই গুলি হারিয়ে গেছে। আর এখন কোথাও এই বইগুলি পাচ্ছি না। অন্তরজালে অনেক খোঁজার পর আপনার এইখানে এই বইগুলির সন্ধান পাই। জানি আপনার এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয় না, তাও অনুরোধ করছি, কোথা থেকে এই বইগুলি পাওয়া যাবে, তার যদি সন্ধান দেন, খুব উপকার হবে।

    ReplyDelete