লম্বু-মোটু(বাংলা কমিক্স)

 লম্বু-মোটুর অন্তত ৩৫টি বাংলা কমিক্সের বই প্রকাশিত হয়েছে।  এদের মধ্যে ৩৩টি বইয়ের প্রচ্ছদ ও প্রথম পাতা পাওয়া গেছে। 

নিচে লম্বু-মোটুর প্রকাশিত বইয়ের প্রচ্ছদ ও প্রথম পাতা দেওয়া হল:

 ১













বিশেষ তথ্যঃ- লম্বু-মোটু আর গ্রীন সিগন্যাল বইটির ইংরেজি/হিন্দি প্রচ্ছদ আলাদা। হিন্দি যে বইটির কভার বাংলায় ব্যবহার করা হয়েছে তার নাম "অপরাধীওঁ কা বাদশা"





১০


১১ 

বিশেষ তথ্য: নিচে লম্বু-মোটু আর চম্বলের ডাকাত বইটির বাতিল প্রচ্ছদ (cancelled cover). পরবর্তীকালে এক কোটির গুলি বইটির বিজ্ঞাপনেরও এই একই প্রচ্ছদ দেখা গেছে, তবে কোনো অজ্ঞাত কারণে এই প্রচ্ছদটি বাংলায় কখনও ব্যবহৃত হয়নি। এই  বাতিল প্রচ্ছদটি চাঁদমামার বিজ্ঞাপনে পাওয়া গেছে। 


এই বইটি ইংরেজি-হিন্দিতে আছে। হিন্দি নাম- চেহরে পে চেহেরা- অর্থাৎ মুখের ওপরে মুখ বা মুখোশ



মুখের ওপরে মুখ বা মুখোশ= নকল মুখোশ...


আবার, এই নকল মুখোশ বইটির বাংলা প্রচ্ছদ আলাদা, যে হিন্দি প্রচ্ছদটি ব্যবহৃত হয়েছে, তার নাম "ডায়না কা ষড়যন্ত্র"

১২

১৩


মিঃ গ্রাজ্যুয়েট বইটিতে দুটি গল্প আছে...


১৪

১৫

বিশেষ তথ্যঃ নিচে হিরে চুরির বাতিল প্রচ্ছদ। পাশে আসল হিন্দি প্রচ্ছদ। শুকতারা ও চাঁদমামা উভয় পত্রিকায় এই প্রচ্ছদের বিজ্ঞাপন দেখা গেছে।


১৬

বিঃ দ্রঃ ভয়ঙ্কর/বিপজ্জনক মিশন গল্পে লম্বু-মোটু চিনে গেছিল। 

১৭

১৮

১৯


২০

২১


২২

২৩

২৪

২৫


২৬

২৭

২৮

লম্বু-মোটুর মিনি কমিক্স: বাংলায় ৫টি প্রকাশিত 





২০২১ এ ক্যারাটে কিং ও খুনি কালুরা বই দুটি পুনর্মূদ্রিত হয়। দাম ১৫ টাকা। 

এই ৩৩টি কমিক্স বাদে আরও দুটি কমিক্স বাংলায় অবশ্যই প্রকাশিত হয়েছিল... ক্লাইম্যাক্সের চুরি বইটির বাংলা বিজ্ঞাপন দেখা গেছে, দুজন অতি অবশ্যই বইটি বাংলায় পড়েছেন। তবে মৃত্যুর বাদশা বইটির বিজ্ঞাপন থাকলেও বর্তমানে কারোর কাছেই বিজ্ঞাপনটি খুঁজে পাওয়া যাচ্ছে না, সংগ্রাহক ইয়াসিন বাপ্পি বইটি ছোটবেলায় বাংলায় পড়েছেন। 


আরও তিনটি বইয়ের বিজ্ঞাপন দেখা গেছে শুকতারা ও চাঁদামামার পাতায়, তবে কারোর কাছেই এই বইগুলির সন্ধান পাওয়া যায়নি। 

মানব বোমা- ১৯৯৮
মৃত্যুর ষড়যন্ত্র- ১৯৯৯
খুনি ডাক্তার- ২০০১






সম্ভবত খুনি ডাক্তার বইটিই লম্বু-মোটুর শেষ বাংলা বই, যদি প্রকাশিত হয়ে থাকে। ১৪০৮ শুকতারায়(২০০১) বিজ্ঞাপনে দেখা দেখা গেছে। এরপরে আর কোনো লম্বু-মোটুর বাংলা বইয়ের বিজ্ঞাপন কোথাও দেখা যায়নি। 

আরো তিনটি বইয়ের নাম পাওয়া গেছে শুধু, তবে কোনো বিজ্ঞাপন কারোর চোখে পড়েনি। শুধু নামই লেখা ছিল, প্রকাশিত হয়েছে কিনা জানা নেই। 

আংটির বিষ ("রাকার খেলা"র বিজ্ঞাপনের সঙ্গে )- অগাস্ট ১৯৯৫
হত্যার ষড়যন্ত্র-  ফেব্রুয়ারি ১৯৯৬(চাঁদমামা/শুকতারার বিজ্ঞাপন)
ভয়ানক মহল (ডায়মন্ড কমিক্সের পিছনের তালিকা)

আংটির বিষ এর হিন্দি প্রচ্ছদ ও প্রথম পাতা 



হত্যার ষড়যন্ত্র ও মৃত্যুর ষড়যন্ত্র আলাদা বই না একই বই জানি না, তবে আলাদা বই হলেও হতে পারে- প্রকাশকাল আলাদা।  প্রথমটির ১৯৯৬, আর পরেরটি ১৯৯৯। হত্যা কি সাজিস বলে একটি হিন্দি বইও আছে। 


ভয়ানক মহল- এরকম কোনো সমর্থক বা কাছাকাছি হিন্দি নামের বই নেই।  হতে পারে লম্বু-মোটু  জনপ্রিয়তা পাওয়াতে প্রকাশক লম্বু-মোটুর ১ম হিন্দি কমিক্সটি হয়তো বাংলায় করতে চেয়েছিলেন, প্রচ্ছদের ছবির সাথে নামকরণের বেশ মিল পাওয়া যায়। 


সম্ভবত এটি আর আংটির বিষ বই দুটি প্রকাশিত হয়নি, তবে ডায়মন্ড কমিক্স পরবর্তীকালে বিভিন্ন চরিত্রের গল্প নিয়ে একসাথে কিছু ফ্রি ডাইজেস্ট বার করতো, যা কমিক ওয়ার্ল্ডের সঙ্গে দেওয়া হতো। তার মধ্যে কিছু গল্প থাকতে পারে, ঠিক যেমন কমিক পিটারা ৪ এ একটি লম্বু-মোটুর গল্প আছে, কোনো নাম দেওয়া নেই। কমিক ওয়ার্ল্ড বা কমিক ডাইজেস্ট এর কোনো সংখ্যায় লম্বু-মোটু প্রকাশিত হয়েছে কিনা জানা যায়নি। 


বিঃ  দ্রঃ - এই গল্পটিও একপ্রকার নরখাদক গাছকে নিয়ে। এতে লম্বু-মোটুর এক পোষা কুকুর দেখা যায়, নাম- টমি। প্রফেসর কালিবের দ্বীপে এরা গেছিল। হিন্দি নাম পাওয়া যায়নি। 

ছবি ও তথ্য সহায়তা: ইয়াসিন বাপ্পি, শৌনক বিশ্বাস, শুভ্রদীপ বসু, নাঈম উদ্দিন, ফয়জল আমিন, বখতিয়ার আহমেদ, মহসিন রুম্ময়, ইন্দ্রনাথ বন্দোপাধ্যায়, পার্থ অরণ্যদেব, সুজিত কুন্ডু,অভিষেক বিশ্বাস, বিশ্বদীপ পুরকায়স্থ, Adarsh Rana, Mohit PandeyBanglapdf .net, Rare comic covers blog, বিভিন্ন ফেসবুক গ্রুপ। 

1 comment:

  1. বাহ! খুব সুন্দর সাজানো হয়েছে। দেখতেও ভালো লাগছে। ছোটবেলায় অনেক পড়েছি। অনেক।স্মৃতি মনে ভীড় করলো।অনেক অনেক ধন্যবাদ সব্বাইকে।

    ReplyDelete