বিমল দাস

শিল্পী বিমল দাস ১৯৩৫ এ কলকাতার আহিরীটোলায় জন্মগ্রহণ করেন। বাবা যুগল কিশোর দাস ও মা ইন্দুমতী। কিশোর বয়সে সুধাংশু চৌধুরির স্টুডিওতে সিনেমার 'শো-কার্ড' আঁকতেন। ১৬ বছর বয়সে ফ্রিল্যান্স কাজ শুরু করেন। তাঁর প্রথম অলংকরণ প্রকাশিত হয় ১৯৫৫ সালে, শারদীয়া আনন্দবাজার পত্রিকার আনন্দমেলা বিভাগে। ১৯৫৬ সালে ন্যাশনাল টোব্যাকো কোম্পানির বিজ্ঞাপন বিভাগের এসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর হিসেবে যুক্ত হন। তৎকালীন সিগারেটের প্যাকেট ও শো-কার্ড এর ডিজাইনের জন্য দশটির বেশি সর্বভারতীয় পুরস্কার পেয়েছিলেন।

প্রবীণ বিমল দাস

নির্মল বুক এজেন্সির শিশুদের জন্য ১৯৭০ সাল নাগাদ প্রকাশিত বহু বইয়ের প্রচ্ছদ এবং সম্পূর্ণ অলংকরণ করেন বিমল দাস।  এই সিরিজের জনপ্রিয় বইগুলি হল - কান কাটা রাজার দেশে, আবোল তাবোল, খাই খাই, পাগলা দাশু, ছেলেদের রামায়ণ প্রভৃতি। আরব্য উপন্যাসের গল্প বইয়ের অলংকরণ এর জন্য শিশু সাহিত্য সংসদ থেকে পুরস্কার পান। ১৯৭৫ সালে প্রথম কলকাতা বইমেলাতে নির্মল বুক এজেন্সির স্টলের ডেকরেশন করেছিলেন তিনি। ১৯৭৯/৮০ থেকে ১৯৯৫/৯৬ অবধি আনন্দবাজার পত্রিকা, দেশ, আনন্দমেলা প্রভৃতি বিভিন্ন পত্রিকা ও বইয়ের প্রচ্ছদ এবং অলংকরণ করেছিলেন। আনন্দমেলায় শিশুদের জন্য বেশ কিছু প্রচ্ছদ করেন। তিনি অসংখ্য পোর্ট্রেট করেছিলেন, যেগুলি এতটাই জীবন্ত, যে দেখলে মনে হত original photograph. ১৯৭৯-১৯৮৬ সালে শরদিন্দু বন্দোপাধ্যায়ের গল্প ও তরুণ মজুমদারের চিত্রনাট্য অবলম্বনে চারটি সদাশিব কমিক্স করেছিলেন বিমল দাস। তার আগে আনন্দমেলার তরফ থেকে প্লেনে পুনে যান সদাশিব কমিক্সের লোকেশন পর্যালোচনা করার জন্য। ২০০২ সালের ২৭শে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে এই অসামান্য দক্ষ শিল্পী মারা যান।



শিল্পী বিমল দাস অঙ্কিত আনন্দমেলার কিছু প্রচ্ছদ 

ছবি: ইন্দ্রনাথ ব্যানার্জী, সুমঙ্গল পণ্ডিত।

তথ্যসূত্রঃ কমিক্স ও গ্রাফিক্স ১ এর শান্তনু ঘোষ ও বিশ্বদেব গঙ্গোপাধ্যায় এর প্রবন্ধ ।

সদাশিব কমিক্স সম্বন্ধে বিস্তৃত জানার জন্য আসুন সদাশিব page

No comments:

Post a Comment