আনন্দমেলাতে প্রকাশিত ৪টি সদাশিবের কমিক্সের সংক্ষিপ্ত বর্ণনা:
(৪) হৈ হৈ কাণ্ড: সদাশিব গ্রামে ফিরে কুঙ্কুর সঙ্গে দেখা করতে চায়। যাওয়ার পথে শিবাজী তাকে চাকন দুর্গে বিশেষ দরকারে যেতে বলেন। সেখানে গিয়ে "সহস্রবুদ্ধি"র সঙ্গে আলাপ হয়।সদাশিব জানতে পারে সেখানকার মহাজন কুঙ্কুকে বিয়ে করতে যাচ্ছে।পথে এক ডাকাতদলের সঙ্গে মোলাকাত, যারা আগে মোগল সৈন্য ছিল। কাছাকাছি গ্রামের মোড়ল "মারুতি"র সঙ্গে সদাশিব পরামর্শ করে..
সদাশিবের হৈ হৈ কাণ্ড কমিক্সের প্রকাশিত শেষ দুই পৃষ্ঠা
উপরোক্ত ৪টি কমিক্স(বই আকারে অপ্রকাশিত) শরদিন্দু বন্দোপাধ্যায়ের সদাশিব গল্প থেকে নেওয়া।
১ম পাতা |
(১) আদিকাণ্ড: ডোঙরপুর গ্রামের বাচ্চা ছেলে সদাশিবকে তার মামা সখারাম গ্রাম থেকে তাড়িয়ে দেয়। বন্ধু কুঙ্কুর মুখে শিবাজীর নাম শুনে সদাশিব স্থির করে তাঁর দলে যোগ দেওয়ার। পথের মধ্যে অজান্তে শিবাজীর সঙ্গে সদাশিবের দেখা হয়। সাহস ও যুদ্ধ করার ইচ্ছে দেখে শিবাজী সানন্দে তাকে দলে নেন।
প্রকাশকাল: ১৮ জুলাই ১৯৭৯- ২ জুলাই ১৯৮০
প্রকাশকাল: ১৮ জুলাই ১৯৭৯- ২ জুলাই ১৯৮০
অগ্নিকাণ্ডের প্রথম পাতা ও প্রচ্ছদ
(২) অগ্নিকাণ্ড: জীব মাহালার কাছে সদাশিব অস্ত্রশিক্ষা গ্রহণ করে। রত্নাজি মারফত শিবাজীর দলের লোকেরা খবর পায় যে, লিয়াকত খাঁ তোর্না দুর্গ ঘেরাও করতে আসছে।শিবাজীর আদেশে লিয়াকত খাঁর রাজ্যে সদাশিব প্রবেশ করে। চকমকি ও নারকেল দড়ির সাহায্যে সদাশিব বারুদের পিপেতে আগুন লাগিয়ে দেয়। সবাই সদাশিবের সাহস ও বুদ্ধির প্রশংসা করে।
প্রকাশকাল: ১৩ অগাস্ট ১৯৮০- ৯ সেপ্টেম্বর ১৯৮১
(৩) দৌড়াদৌড়ি কাণ্ড: শিবাজীর আদেশে সদাশিব বিজাপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে সেবন্তীর সঙ্গে আলাপ হয়, যে কুঙ্কুর মতনই সদাশিবের খেয়াল রাখে। জিঞ্জি দুর্গে শিবাজীর পিতা শাহ্জীর সঙ্গে দেখা করবে বলে সদাশিব শিবাজীর ঘোড়া "সিন্ধুঘোটক"কে নিয়ে বেরিয়ে পড়ে। সদাশিব শাহ্জীকে বিপদ থেকে সচেতন করে। সেবন্তীর জন্য উপহার কিনে সে দুর্গে ফিরে আসে।
প্রকাশকাল: ১৮ নভেম্বর ১৯৮১- ২ নভেম্বর ১৯৮৩
(৪) হৈ হৈ কাণ্ড: সদাশিব গ্রামে ফিরে কুঙ্কুর সঙ্গে দেখা করতে চায়। যাওয়ার পথে শিবাজী তাকে চাকন দুর্গে বিশেষ দরকারে যেতে বলেন। সেখানে গিয়ে "সহস্রবুদ্ধি"র সঙ্গে আলাপ হয়।সদাশিব জানতে পারে সেখানকার মহাজন কুঙ্কুকে বিয়ে করতে যাচ্ছে।পথে এক ডাকাতদলের সঙ্গে মোলাকাত, যারা আগে মোগল সৈন্য ছিল। কাছাকাছি গ্রামের মোড়ল "মারুতি"র সঙ্গে সদাশিব পরামর্শ করে..
প্রকাশকাল: ২৫ জানুয়ারী ১৯৮৪- ১৯ মার্চ ১৯৮৬(অসমাপ্ত)
মূল গল্পের ২য় অধ্যায় অবধি কমিক্সটি চলেছে। সম্ভবতঃ মূল আর্টওয়ার্ক এর কিছু পাতা হারিয়ে যাওয়ায় কমিক্সটি অসমাপ্ত থেকে যায়।(তথ্যসূত্র: কমিক্স ও গ্রাফিক্স ১)
নাকি কোনো রাজনৈতিক বা আইনি কারণে এক মহান স্রষ্টার এই সৃষ্টি থমকে যায়? আনন্দ পাবলিশার্স থেকে সদাশিবের কমিক্স যে বই আকারে আসতে চলেছে, তার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল.(কৃষ্ণজিৎ সেনগুপ্তর সাক্ষাৎকার, রঙ-তুলির জাদুকর: বিমল দাস).
সদাশিবের হৈ হৈ কাণ্ড কমিক্সের প্রকাশিত শেষ দুই পৃষ্ঠা
উপরোক্ত ৪টি কমিক্স(বই আকারে অপ্রকাশিত) শরদিন্দু বন্দোপাধ্যায়ের সদাশিব গল্প থেকে নেওয়া।
চিত্রনাট্য: তরুণ মজুমদার।
amar mone hoy sodashib comics ta bondho hoye jai shilpi bimal das er proyan er jonyo.
ReplyDeleteদাদা, বিমল দাস প্রয়াত হন 2002 সালে, আর সদাশিব শেষ বেরোয় 1986 তে. সদাশিবের অসমাপ্ত কমিক্স নিয়ে আরও কিছু তথ্য পেয়েছি. এখানে যোগ করব.
ReplyDelete