১৯৮৪-৮৫ সালে প্রকাশিত। এই সংস্থাটি থেকে কিছু বিদেশী সাহিত্য নির্ভর কমিক্স অনুবাদ হয়েছিল।
প্রকাশকঃ দুলাল বল(শৈব্যা গ্রন্থন বিভাগ), 8/1 A Shyamacharan Dey Street, Kolkata.
অনুবাদকঃ প্রধানত অনিল কর্মকার(শিল্পী গৌতম কর্মকারের বাবা)। শুধু "ড্রাকুলা" কমিক্সটি গৌতম কর্মকার নিজে অনুবাদ করেছিলেন।
মোট ১৩ টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। দাম ছিল ৩ টাকা। পরে এই সিরিজের ১০টি কমিক্স একত্রে একটি সঙ্কলন গ্রন্থ বা অমনিবাস আকারে প্রকাশিত হয়, "কমিকস অমনিবাস" নামে(সম্পাদক- প্রেমেন্দ্র মিত্র)। অমনিবাসটির দাম ছিল ২৫ টাকা।
No comments:
Post a Comment