মডার্ন চিত্রকথা

 

মডার্ন চিত্রকথা বা মডার্ন পাবলিশার্স(MP) - ১৯৮০'র দশকে প্রকাশিত। 

প্রকাশক- মডার্ন চিত্রকথা, ৩০ বিধান সরণি, কলকাতা। প্রকাশকের কোনও নাম পাওয়া যায়নি। সম্ভবত কপিরাইট এড়িয়ে যাওয়ার জন্য। 

এই সংস্থা থেকে মাত্র তিনটি কমিক্সের বই প্রকাশিত হয়।

দাম- ২.৫০ টাকা 

নিচে তিনটি কমিক্সের প্রচ্ছদ ও গল্পের প্রথম পাতা গুলি দেওয়া হলঃ

১ম সংখ্যা 


১ম সংখ্যার অনুবাদক- অলোক সেন।


২য় সংখ্যা





২য় সংখ্যার অনুবাদক- কুমার সিদ্ধার্থ ।


৩য় সংখ্যা 




৩য় সংখ্যার অনুবাদকের নাম জানা যায়নি।

ছবিঃ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল চৌধুরী, অমিত বসু, রুস্তম মুখার্জি । 

এই প্রকাশনীর আর কমিক্সের বই ছিল কিনা নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে ১ম সংখ্যার বিজ্ঞাপন দেখে মনে হয় এদের আরও কিছু গল্পের বই ছিল।



 


আবার বিজ্ঞাপন দেখে এটিও মনে হয় টারজানের বইটির নাম দু'বার পাল্টানো হয়েছিল। রবিন্সন এর নামটাও পাল্টে নীল সাগরে রবিন্সন রাখা হয়; ৩ আর ৪ দুটি কমিক্সকে একত্র করে সংখ্যা ৩ করা হয়েছিল। 




 

No comments:

Post a Comment