কমিক্সকোষের কিছু নিয়মাবলীঃ

১. এই ব্লগ আজ পর্যন্ত বাংলা কমিক্সে যা যা কাজ হয়েছে, তার একটি নথি মাত্র(documentation)। এই ব্লগে কমিক্সের শুধুমাত্র বর্ণনা দেওয়া হবে, অর্থাৎ তার প্রথম প্রকাশ, বই আকারে প্রকাশ, গল্প/চরিত্রের সংক্ষিপ্ত বিবরণ, শিল্পীর নাম, কাহিনীকারের নাম, কমিক্সের প্রথম পাতার ছবি প্রভৃতি। এখানে কোনো সম্পূর্ণ কমিক্স বা তার download link দেওয়া হবে না। তাই পাঠকদের কাছে অনুরোধ,দয়া করে কোনো কমিক্সের সম্পূর্ণ স্ক্যান বা download link চাইবেন না।

২. এই ব্লগে শুধুমাত্র বাংলা পত্র-পত্রিকা বা বইয়ে প্রকাশিত কমিক্স নথিবদ্ধ করা হয়েছে। কোনো web ম্যাগাজিনে প্রকাশিত বাংলা কমিক্স বা কোনো ওয়েবসাইটে অনূদিত বাংলা কমিক্স আপাততঃ এতে অন্তর্ভুক্ত করা হয়নি। 

৩. এই ব্লগের কোনও অংশ লিখিত অনুমতি ছাড়া কোনও বই/পত্রিকায় ছাপা হলে তার প্রকাশক ও লেখক / সম্পাদকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে । তবে সূত্র উল্লেখ করে তথা এই ব্লগের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে যে কেউ ডিজিটাল মাধ্যমে তথ্য শেয়ার করতে পারেন ।

৪. এই ব্লগ কেবল একটি প্রচেষ্টা মাত্র। যদি এমন কোনো কমিক্স,কোনও পাঠক/অনুসন্ধিৎসুর কাছে থাকে যা এই ব্লগে অন্তর্ভুক্ত করা হয়নি, তিনি অবশ্যই আমাকে ই-মেল করতে পারেন। তার নাম contributors-এর তালিকায় রাখা হবে ও তিনি যে ছবি দিয়ে সাহায্য করলেন তার উল্লেখ করা হবে।

৫. এই ব্লগ প্রত্যেক কমিক্স-প্রেমী, পাঠক, সংগ্রাহক ও কমিক্স-অনুসন্ধিৎসুদের জন্য। কোনো ব্যবসায়িক স্বার্থে নয়।

৬. ব্লগে আরও কি কি সংযোজন করা যেতে পারে সে ব্যাপারে পাঠকরা তাদের মূল্যবান মতামত দিতে পারেন ও কমিক্স সংক্রান্ত যে কোনো বিষয়ে জিজ্ঞেস করতে পারেন।
*********************************************************************************
ভূমিকা এবং কমিক্সকোষের প্রয়োজনীয়তা: 

আজ থেকে প্রায় বছর তিনেক আগে আমি আর ইন্দ্রনাথদা গেছিলাম দাদা ওরফে বন্ধু সোমনাথ দাশগুপ্তর বাড়ি, আড্ডা মারতে। তিন কমিক্স-প্রেমীর মধ্যে কমিক্স নিয়ে কথা হতে হতে হঠাৎ সোমনাথদা আমাদের জিজ্ঞেস করে, "বাংলা কমিক্সের একটা অভিধান/তালিকা/encycyclopedia কি বানানো সম্ভব? সেটা হলে কেমন হয়?"

সেদিন সোমনাথদাকে বলেছিলাম প্রস্তাবটা ভালোই। কিন্তু আমি আর ইন্দ্রনাথদা জানতাম, পারতপক্ষে তা হয়তো সম্ভব নয়। কারণ এই বাংলার বুকে এখনো প্রচুর পরিমাণ কমিক্স লুকিয়ে রয়েছে, যা পত্র-পত্রিকার মধ্যে রয়ে গেছে। কালের স্রোতে হারিয়ে গেছে। আজ হয়তো সেইসব পত্রিকার সন্ধান মেলা খুব দুষ্কর, আর আমরা নিজেরাও সব কমিক্স দেখিনি। বলা বাহুল্য, শুধু আমরা কেন, কোনো কমিক্স অনুসন্ধানী হয়তো সব বাংলা কমিক্স দেখে উঠতে পারেননি।
তবু সোমনাথদাকে পরে বলেছিলাম একটা চেষ্টা করতে পারি। হয়তো অনেকদিন, অনেকবছর লাগবে তা সম্পূর্ণ হতে।

অজানাকে জানার, অদেখাকে দেখার ইচ্ছে মানুষের চিরকালের। সত্যিই তো, আজও আমরা কত বাংলা কমিক্স(অনূদিত বা মৌলিক) পড়া তো দূরের কথা, চোখেই দেখতে পাইনি। বর্তমানে প্রায় সমস্ত বিদেশী কমিক্সের database আছে, google এ খুঁজলেই হয়তো তার দেখা মেলে। কিন্তু বাংলা কমিক্সের কোথাও কোনো database নেই। থাকবেই বা কি করে, কারণ আমরা কেউই হয়তো জানিনা আজ পর্যন্ত বাংলায় কত কমিক্স প্রকাশিত হয়েছে। বিদেশী কমিক্সের database গুলি করতে অনেকেই হয়তো উদ্যোগ নিয়েছিলেন, তাই আজ তা সম্ভবপর হয়েছে। বাংলা কমিক্সের জন্য আমার আর ইন্দ্রদার মতন কমিক্স-প্রেমীরা যদি সেই উদ্যোগ নেন, তাহলে বাংলা কমিক্সের database ও কালে-ক্রমে সম্ভবপর হয়ে উঠবে, এই আমার বিশ্বাস। 

পরিশেষে যে সকল কমিক্স-প্রেমী বন্ধুরা আমাকে সাহায্য করছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি "বাংলার কমিক্সকোষ"।


17 comments:

  1. asadharon prochestha.jara jukto achen sabaike antorik avinandan

    ReplyDelete
  2. দুঃসাহসিক প্রয়াস !
    'বাংলার কমিক্সকোষ'-এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ ।

    ReplyDelete
  3. @subhajit da & souravda: apnader keo dhonyobaad,apnarao ae project er songe jukto achen.. :)

    ReplyDelete
  4. খুব ভালো উদ্যোগ। চালিয়ে যাও, সাথে আছি।

    ReplyDelete
  5. thanks শুভাগতদা.

    ReplyDelete
  6. আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো....

    ReplyDelete
  7. খুব সুন্দর প্রচেষ্টা।চালিয়ে যাও।

    ReplyDelete
  8. অসাধারণ উদ্যোগ।আমাদের মত কমিক্স প্রেমীদের জন্য এই ব্লগ স্বর্নখনি হয়ে উঠবে বলাই বাহুল্য।ব্লগের সাফল্য কামনা করি। নিয়মিত পোস্ট চাই��

    ReplyDelete
  9. @sraman: dhonyobaad vai. chesta korbo jaate every month e kichu ontoto jeno dewa jay.

    ReplyDelete
  10. Information r saathe comics r cover gulo deoar jonno jinis ta besi bhalo lagche

    ReplyDelete
  11. অসাধারণ উদ্যোগ। আপনারা এগিয়ে চলুন, আমরাও সঙ্গে আছি। পাঠকদের থেকে কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় বলবেন, আমরা সাধ্যমত চেষ্টা করবো কথা দিলাম।

    ReplyDelete
  12. Excellent initiative bhai. Keep up the good work.

    ReplyDelete
  13. আপনারা অনেক ভালো কাজ করচ্ছেন। সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং ভলোবাসা রইল।

    ReplyDelete